Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মধ্য দিয়ে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং জ্ঞানভিত্তিক (Knowledge Based Economy) অর্থনীতিতে রূপান্তরের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসাবে বাংলাদেশ কে প্রতিষ্ঠার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তার অধীনস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, তথ্য ও যোগাযোগ প্রযক্তি অধিদপ্তর এবং সিসিএ কার্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে মানুষ বিশ্ব সরনির সংগে যুক্ত হয়ে বুদ্ধিবৃত্তিক ও সৃজনশীল কর্ম বিতরণের ক্ষেত্র তৈরি করছে এবং তাদের জীবনমানের উন্নয়ন ঘটাচ্ছে। ই-গভর্ণমেন্ট কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য সরকারের সমন্বিত কর্মপদ্ধতি পরিচালনার অংশ হিসাবে বাংলাদেশ ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচারসহ অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রম আইসিটি বিভাগ বাস্তবায়ন করে যাচ্ছে। আগামী দিনেও আমাদের কর্মকান্ড সাফল্যের সাথে অব্যাহত থাকবে। আমরা নির্ধারিত সময়েই পৌঁছে যাব ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের সুনির্ধারিত লক্ষ্যে।